বিডিস্টল’র দশক পূর্ণ

১৭ ডিসেম্বর, ২০১৯ ০১:৫৯  
দশক পূর্ণ করলো ই-কমার্স প্রতিষ্ঠান বিডিস্টল ডট কম (www.bdstall.com)। ইলেকট্রনিকস পণ্য বিক্রির মধ্য দিয়ে বিডিস্টলের যাত্রা শুরু। বর্তমানে কম্পিউটার, টেলিভিশন, মোবাইলফোন এবং আসবাবসহ অনেক কিছু পাওয়া যায় এই সাইটে। কেবল পণ্য বিক্রিই নয়, অনলাইনে ভিসিা প্রসেসিংও করে এই ই-শপটি। জমি বিক্রি, অ্যাপার্টমেন্ট ও কমার্সিয়াল স্পেস বিক্রির জন্য সাইটটিতে রয়েছে স্বতন্ত্র্য ইউন্ডো। জানাগেছে, অনলাইনে গ্রাহকদের কম দামে ভালো পণ্য এবং সেবা দিতে আমদানিকারক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কাজ করে বিডিস্টল।